নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরালেন শিক্ষার্থীরা
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাস্তায় নেমে দিনভর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন তারা। শিক্ষার্থীদের এ জোরালো ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে। ভোগান্তি থেকে অনেকটাই রেহাই পাচ্ছেন যাত্রী সাধারণ ও পথচারীরা।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের ২ নম্বর রেলগেট, চাষাড়া চত্বর, কালিরবাজার, খানপুর, মেট্রো সিনেমা হল মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শত শত শিক্ষার্থীকে। এসময় শিক্ষার্থীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালাতে এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী সড়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সাধারণ মানুষ তাদের প্রশংসা করে ধন্যবাদ জানান। পাশাপাশি পরিহরন চালকরাও নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন।
শিক্ষার্থীরা জানান, বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ফলে মানুষের ভোগান্তি দূর করত তারা যানজট নিরসনে নিজ উদ্যোগে রাস্তায় নেমে শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই ভূমিকা ও জনসেবামূলক কাজের প্রশংসা করছেন যাত্রীসাধারণ, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, শিক্ষার্থীরা নিজ থেকে এই দায়িত্ব নেয়ায় সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। তারা অত্যন্ত সফলভাবে ট্রাফিক ব্যবস্থাপনার কাজটি করেছে। সাধারণ মানুষ, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। সবাই ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলতে বাধ্য হচ্ছেন। ফলে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে।