শোক দিবস উপলক্ষে কাশীপুর আ’লীগের প্রস্তুতিমূলক সভা
প্রেসবাংলা ২৪. কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা আগস্ট) বিকেলে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি-জামাত যে নাশকতামূলক জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে আমরা তার তিব্র নিন্দা জানাচ্ছি। এই সমস্যাটা সহজে সমাধান হবে সেটা ষড়যন্ত্রকারীরা চায় নি। ছাত্রদের কাজে লাগিয়ে তারা রাষ্ট্রে অশান্ত পরিবেশ সৃষ্টি করে। আমরা চাই না দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। যারা আমাদের দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ছাত্রদের আন্দোলনের সময় জড়িত হয়ে আগুন সন্ত্রাস সহ মানুষ হত্যা করেছে, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের বাড়ি-গাড়ি, দোকান ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে, দেশকে অচল করে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছে।
বক্তৃতারা আরও বলেন, আমাদের কিছু সাংগঠনিক দূর্বলতা ফোটে উঠেছে যার ফলে এখনই আমাদের সর্তক হতে হবে। নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করলেই বোঝা যাবে আমাদের দূর্বলতা কোথায়? আগের চেয়ে বর্তমানে কাশিপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন অনেক শক্তিশালী। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাশীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।
কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার’র সঞ্চালনায় এবং যুবলীগ নেতা নাজমুল হাসান সাজনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, দপ্তর সম্পাদক জাহিদুল হক খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রতন, আওয়ামী লীগ নেতা আমির উল্লাহ রতন ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান সহ আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।