প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা আ’লীগের দোয়া

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৩ জুন ) বিকেলে দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি এড আসাদুজ্জামান, সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, সহ-সভাপতি সানাউল্লাহ, আব্দুল কাদির, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক সদস্য জসিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির সহ অসংখ্য নেতৃবৃন্দ।
এ সময়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, বক্তৃতা নয় কামলা খাটতে চাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের কল্যানে কাজ করে। নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগ খুবই শক্তিশালী, নেতারা কর্মীদের সঙ্গে নিয়েই মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।