আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি
প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেল চারটায় দিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সুজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের দুই নম্বর রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে।
পরে ব্যানার ফেস্টুনে সু-সুজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম ও ঢাক বাজিয়ে বিশাল বড় জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে এক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, উপ দপ্তর সম্পাদক মামুন গাজী, দপ্তর সম্পাদক এড. হাবীব আল মুজাহিদ পুলুর, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মহানগর কৃষক লীগের আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক সালাম খন্দকার সেলিম, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক শাহেদ চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু সহ অসংখ্য নেতৃবৃন্দ।