সোনারগাঁয়ে জাতীয় শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে পুরস্কার বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যাগে শীতকালীন খেলাধুলা পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারী) বিকেলে সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও সোনারগাঁ উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার দিপন দেবনাথ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি সহ এসময় অন্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শরীর চর্চা শিক্ষক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com