মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে কাজ করবো : শামীম ওসমান

প্রেসবাংলা ২৪. কম: আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠান বৈঠকে একেএম শামীম ওসমান বলেন, নির্বাচনে যদি ভোট পারসেন্টিস ২০% এর নিচে নামে তাহলে আমাদের দেশের অবস্থা সিরিয়া গাজার মত হবে। তাই আপনাদের মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আপনেরা ভোটের পারসেন্টিস বাড়ান।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লার সস্তাপুরে ফতুল্লা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের আয়োজনে উঠান বৈঠকে উক্ত কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ ৪ আসনের নৌকার সাংসদ সদস্য প্রার্থী শামীম ওসমান তার উঠান বৈঠকে বলেন, আমি আজকে এখানে ভোট চাওয়ার জন্য আসি নাই।আমি এই পর্যন্ত কোথাও ভোট চাই নাই। আমি আপনাদের ঘুম থেকে জাগাতে আসছি। আপনেরা বলবেন লোকটা পাগল আমরা চেয়ে আছি। এদেশে কি হচ্ছে আপনেরা জানেনও না। আপনাদের আমি জানিয়ে জাগিয়ে দিতে আসছি।যেদেশে ৩০ লক্ষ ভাইবোন, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে স্বাধীনতা এসেছে সে দেশের জন্য কি আপনেরা ভোট দিতে পারবেন না? আপনেরা ভোট দিবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ।

তিনি আরো বলেন,নারায়ণগঞ্জ ৪ আসনে আমি আশাকরি আর ৫শ কোটি টাকা পেলে সকল রাস্তার কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর এই টাকা আনতে আমার ৬ মাস সময় লাগবে।যত ড্রেন বা রাস্তা বলেন সব করতে। আমি করি গুলশান ধানমন্ডির থেকে আরো উন্নত এলাকা হবে। শেখ কামাল আইটি ইনস্টিটিউট, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি কলেজ, নারায়ণগঞ্জে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হবে।

শামীম ওসমান আরো বলেন,আমি নির্বাচনের পর আমার এলাকা থেকে মাদক,সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে নামবো।তার জন্য আপনাদের সহযোগিতা আমার দরকার।আমি এর আগেও নারায়ণগঞ্জ থেকে পতিতা পল্লি উচ্ছেদ করেছি।কিন্তু এবার আমি আমার এলাকা থেকে মাদক,সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে নামবো।

এসময় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহবুবুল হক টগর, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী,ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেল, জেলা শ্রমিক লীগের সদস্য আব্দুল কাদির, ফতুল্লা বাস্তহারালীগের সভাপতি শহর আলী, ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাজী শরিফ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ফতুল্লা ৫নং ওয়ার্ডের ইউপি মোঃবাছেদ প্রধান প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com