বিজয় দিবসে আজমেরী ওসমানের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ
প্রেসবাংলা ২৪. কম: ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ছেলে নারায়ণগঞ্জের যুবলীগ নেতা আজমেরী ওসমান বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে চাষাঢ়া বিজয় স্তম্ভে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আজমেরী ওসমানের নেতৃত্বে বিশাল বিজয় রেলি বের করেছেন। বিজয় রেলিটি নগরীর প্রধান সড়ক পদক্ষিন করে বিজয় রেলি শেষ করে চাষাড়া বিজয়স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাজি আমির, আব্দুল হামিদ হামিদ প্রধান, রহমত উল্লাহ, খাইরুদ্দিন মোল্লা, নাসির, শাকিল, আকতার নুর, মনির হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।