নারায়ণগঞ্জে আজমিরী ওসমানের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে আজমিরী ওসমানের নেতৃত্বে বিশাল নেতাকর্মী নিয়ে হরতালের বিরোধী মিছিল বের করেছে।
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসাবে আজমিরী ওসমান রাজপথে নেমে হরতাল বিরোধী মিছিল করেন। সকল নেতাকর্মীর হাতে ছিল লাঠিসোটা।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড থেকে আজমিরী ওসমানের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বের করেন। আজমিরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের ছেলে।
এদিকে বিএনপি জামাত হরতালের নামে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করে জনগনের জানমালের ক্ষতি করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে তখনই নারায়ণগঞ্জে শান্ত রাখতে আজমিরী ওসমান মাঠে নামার সিদ্ধান্ত নেয়। বিএনপি-জামাত আন্দোলনের নামে নারায়ণগঞ্জে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করবে তা কিছুতেই মেনে নিতে পারে না বলে আজমিরী ওসমান এমনটাই জানান। পরে আজমিরী ওসমান মাঠে নামা ডাক দেয়ার পর শত শত আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী হোন্ডা ও গাড়ি নিয়ে শহরের চাষাড়ার কলেজ রোড জরো হতে থাকে। বিকেলে আজমিরী ওসমানের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে হরতাল বিরোধী মিছিল বের করেন।
আর মিছিলটি চাষাড়া হতে শুরু করে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড প্রবেশ করে সাইনবোর্ড হয়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড সড়ক পদক্ষিন করে সানারপাড় হয়ে আবার সাইনবোর্ড হয়ে লিংকরোড চাষাড়ায় প্রবেশ করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কলেজ রোড গিয়ে হরতাল বিরোধী মিছিল শেষ করে। তারা হরতাল বিরোধী মিছিল থেকে বিএনপি জামাত ইসলামকে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস থেকে বিরত থাকার হুশিয়ারি দিয়েছেন আজমিরী ওসমান।
এসময় আজমেরী ওসমানের নেতৃত্বে উপস্থি ছিলেন কাজি আমীর, হামিদ, নাসির, সুমন, ইফতি, মনির হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।