আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ

প্রেসবাংলা ২৪. কম: শহরের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আট টায় তারা মন্ডপ পরিদর্শনে আসেন। আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান। নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজা মন্ডপ স্বপরিবারে পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

এছাড়াও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর সিইও লেঃ কঃ তানভীর মাহমুদ পাশা (বিপিএম, পিপিএম, পিএসসি) স্বপরিবারে আমলাপাড়া মন্ডপ পরিদর্শন করেন। এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করেন।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমি বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাকিব আল – রাব্বি, সিনিয়র সহকারী কমিশনার (নেজারত শাখা, পর্যটন সেল, ট্রেজারী শাখা ) মোহাম্মদ রবিন মিয়া সহ প্রমুখ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com