রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ

প্রেসবাংলা ২৪. কম: বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান ও তার সহধ‌র্মিনী ডাঃ জোবায়দা রহমা‌নের বিরু‌দ্ধে অ‌বৈধ ফরমা‌য়েসী রায় ও মিথ‌্যা মামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছ‌সেবক দল ও ছাত্রদল।

বৃহস্প‌তিবার (০৩ আগষ্ট) দুপু‌রে নগরীর খানপুর ৩শ শয‌্যা হাসপাতা‌লের সাম‌নে এ বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

মহানগর যুবদ‌লের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তুর সভাপ‌তি‌ত্বে বি‌ক্ষোভ মি‌ছি‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি ও না‌সিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা। প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রা‌কিবুর রহমান সাগর।

মহানগর যুবদ‌লের সদস‌্য স‌চিব ম‌নিরুল ইসলাম সজ‌লের সঞ্চালনায় বি‌ক্ষোভ সমা‌বে‌শে আরো উপ‌স্থিত ছি‌লেন মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সি‌নিয়র সহ সভাপ‌তি ফারুক আহ‌মেদ, সাংগঠ‌নিক সম্পাদক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর ওয়া‌হিদুল ইসলাম ছক্কু, মহানগর যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক মোয়া‌জ্জেম হো‌সেন ম‌ন্টি, শা‌হেদ আহ‌মেদ, মহানগর ছাত্রদ‌লের সাধারন সম্পাদক রা‌হিদ ইস‌তিয়াক, মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের প্রচার সম্পাদক দুলাল হো‌সেন,

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com