সেলিম সারোয়ার কে ফুলেল শুভেচ্ছা বন্ধু মহলের
প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তার বন্ধু মহল থেকে সেলিম সারোয়ার কে ফুলেল শুভেচ্ছা জানান ।
এর আগে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ কমিটি ২০২৩-২০২৫ইং অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটিতে নেতৃত্ব দেওয়ায় সভাপতি মনোনিত হয়েছেন সেলিম সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি- মোঃ আবুল বাসার, সহ-সভাপতি- রকিবুল হাসান রাকিব, সহ-সভাপতি- মোঃ মিজানুর রহমান (মিজান), ও সহ- সভাপতি (অর্থ)- মোঃ কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পরিচালক পদে নির্বাচিত বাকী ১৬ জন হলেন নির্মল চন্দ্র রায়, মোঃ মজিবর রহমান, মোঃ মহসীন মৃধা, মোঃ রায়হান, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, নুরজ্জামান খাঁন, আবু বকর সিদ্দিক আবুল, আবু সাইদ, মোঃ আলী রেজা, মোঃ বশির আহমেদ, মোঃ কোরাইশ মল্লিক, মোঃ আবু জাফর হাওলাদার, জাকির হোসাইন, মোঃ শফিকুর রহমান, মোঃ আবু তাহের (শামীম) ও ইরিস মিয়া। নির্বাচন বোর্ডের সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু ১২ জুন সোমবার বিকাল ৪টায় পরিচালনা পর্ষদ কমিটির ২০ জনের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এসময় নির্বাচন আপীল বোর্ডের সদস্য সোহেল আক্তার সোহান ও আশিকুর রহমান উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী ৮ জুন অত্যন্ত উৎসবমূখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পুর্ন হয়। তারপর নির্বাচন তফসিলে উল্লেখিত সময় অনুযায়ী অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি সেলিম সারোয়ার ও বর্তমান সভাপতি মাহবুবুর রহমান স্বপন নিটিং সেক্টরের উন্নয়নের বিভিন্ন রুপরেখা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোঃ মোরশেদ সারোয়ার সোহেল ও বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান স্বপন উপস্থিত ছিলেন।