প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি’ ভিপি বাদলের লাঠি মিছিল
প্রেসবাংলা ২৪. কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ মে) সকালে দুই নং রেইল গেইটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার সাধারণ সম্পাদক শহীদ বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ হুমকি দিবে আর আওয়ামী লীগের নেতা কর্মীরা বসে থাকবে এটা কি চলতে পারে এটা চলতে পারে না। কোনখানকার কোন রাজাকারের বাচ্চা কুত্তার বাচ্চা তোর সাহস থাকলে তুই সামনে আয়। ওদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, সদর থানা যুবলীগের সহ-সভাপতি সওদাগর খান, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, আওয়ামী লীগ নেতা আলী নুর মোল্লা সহ অসংখ্য নেতৃবৃন্দ।