বালতির পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

বালতির পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নিতাইপুরে বাথরুমের বালতিতে রাখা পানিতে পড়ে আরিশা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন

নিহতের বাবা আরিফুল ইসলাম জানান, আমার স্ত্রীর প্রেসার লো হওয়ায় সে অসুস্থ হয়ে শুয়েছিল। ঐ সময় আরিশা হাঁটতে হাঁটতে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে বালতির মধ্যে পরে আমার মেয়ে মারা যায়।

তিনি বলেন, আমাদের বাড়ি ফতুল্লার নিতাইপুর এলাকায়। আমার এক ছেলে ও এক মেয়ের মধ্যে আরিশা বড় ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com