রূপগঞ্জে বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৭ জনই

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৬

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ জুয়েল নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ালো।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। সন্ধ্যার দিকে জুয়েল নামে আরো এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছিল। সাত জনের মধ্যে এখন পর্যন্ত ৬ জনই মারা গেছেন।

গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ইব্রাহিম নামে একজন চিকিৎসাধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com