নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ- নিহত ১, দগ্ধ ৬
প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল’ স্টিল মিলে ভয়াবহ বিস্ফোরণে শংকর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো ছয়জন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. জুয়েল, রাব্বি, ইব্রাহিম, ইলিয়াস, নিয়ন ও আলমগীর।
কারখানার সুপারভাইজার হারুন উর রশিদ জানান, কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে প্রায় ১৫ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন গুরুতর দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এই দুর্ঘটনায় আরো দু-একজন সামান্য দগ্ধ হতে পারেন। তাদের হাসপাতালে আনা হয়নি।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, জুয়েলের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে, রাব্বির ৯৫, ইব্রাহিমের ২৮, ইলিয়াসের ৯৮, নিয়নের ৯৫ ও আলমগীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক।