সারভর্তি ট্রাকে মিলল ১১ হাজার ইয়াবা, গ্রেফতার ৩

সারভর্তি ট্রাকে মিলল ১১ হাজার ইয়াবা, গ্রেফতার ৩

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের বন্দরে সারবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৮শ’ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মো. সৈয়দ করিম (২৮) কক্সবাজার সদর উপজেলার পশ্চিম লাহাড়পাড়ার ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবু শর্মার ছেলে, ট্রাকচালক মো. আল-আমিন (২৫) ফরিদপুর সদর শোলাকুন্ডু এলাকার মৃত কলিম উদ্দিন শেখের ছেলে, হেলপার মো. আশিক চৌধুরী (২২) ফরিদপুরের মধুখালী থানার দস্তরধিয়া গ্রামের মো. নওয়াব আলী চৌধুরীর ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, কক্সবাজার থেকে একটি সারভর্তি ট্রাক ইয়াবার চালান নিয়ে ফরিদপুর যাচ্ছিলো। গোপন সংবাদ পেয়ে রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সারবোঝাই ট্রাকটি পৌঁছালে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচএম মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালান। এ সময় সারবোঝাই ট্রাক থেকে ১০ হাজার ৮শ’ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ইয়াবার চালান বহনের অপরাধে ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com