১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যোগদান

প্রেসবাংলা ২৪. কম: গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যোগদান করেছেন নেতৃবৃন্দ।

শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। পরবর্তীতে একত্বিত হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে যোগদান করেন।

‘বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, চিনি ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, বেগম খালেদা জিয়ারসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে’ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এসময়ে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাবেক সহ-সভাপতি হারুন উর রশীদ মিঠু, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব মো. বাবুল, যুবদল নেতা মশিউর রহমান শান্ত, মোজাম্মেল হক, শফিক ভূঁইয়া, রুবেল নিলয়সহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com