সামসুজ্জোহা, চুনকা ও মফিজুল স্মরণে জেলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রয়াত তিন নেতা একেএম সামসুজ্জোহা, আলী আহাম্মদ চুনকা ও মফিজুল ইসলাম স্মরণে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে একেএম সামসুজ্জোহা, আলী আহাম্মদ চুনকা ও মফিজুল ইসলাম স্মরণে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, আসাদুজ্জামান, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী আলী, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ মিজান প্রমুখ।