নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: প্রফেসর ড. শিরিন বেগম

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম বলেন, জাতির পিতা সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন। সেই ধারাবাহিকতায় নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীরা আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। সরকারী প্রতিষ্ঠানগুলোতে নারীরা অগ্রাধিকার পাচ্ছে। নারীবান্ধব এ সরকারকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত র্যালীপূর্বক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রফেসর ড. শিরিন বেগম বলেন, দেশ বাঁচাতে, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায় নারীদের জন্য ভাতা, বিধবা ভাতাসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও তাদের স্বাস্থ্যসেবার দিকেও নজর দেয়া হচ্ছে। নারীদের সব ধরনের কাজের সুযোগ সৃষ্টি করছে বর্তমান এ সরকার। এজন্যই আরেকবার দরকার, শেখ হাসিনা সরকার। তিনি নারী জাতির গর্ব। শেখ হাসিনা আছেন বলে বাবার সঙ্গে মায়ের নাম লেখা হয়। রাষ্ট্রের সব জায়গায় নারীদের কাজের সুযোগ করে দেয়া হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে সর্বক্ষেত্রে নারীদের কাজের অগ্রাধিকার করে দিয়েছে এ সরকার। এটি শেখ হাসিনার অবদান।
এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে টিকিয়ে রাখতে ২০৪১ সাল পর্যন্ত শেখ হাসিনাকে আমাদের প্রধানমন্ত্রী করে রাখতে হবে। তাহলে এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এই স্বাধীন দেশে আর কোনো রাজাকার আল বদরদের ক্ষমতায় আসতে দেয়া হবেনা। সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও থাকবে।
এরআগে, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে র্যালির মাধ্যমে অত্যান্ত জাঁকজমকভাবে সংগঠনের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটা হয়। এছাড়াও প্রফেসর ড. শিরিন বেগম নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে বিভিন্ন সময়ে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মনির, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূর জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য জাহানারা হাকিম, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি বেগম, সাধারণ সম্পাদক মায়া বেগম ও মহিলা নেত্রী রেহানা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।