মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শ্রদ্ধা
প্রেসবাংলা ২৪. কম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতত্বে ফুল দিয়ে এই শ্রদ্ধঞ্জলি জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মনির হেসেন খান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, মাসুদ রানা, ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও শাহিন আহমেদসহ ছাত্রদল, যুবদল, মহিলাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।