না’গঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
প্রেসবাংলা ২৪. কম: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন ভাষা শহীদরা। দিনটিকে তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাঙালি জাতি।
মহান অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাষাড়া শহীদ মিনারে রাত ১২ টার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানায়। তাদের শ্রদ্ধা জানানো শেষ হলে জনসাধারণের জন্য শহীদ মিনার খুলে দেওয়ার পর ফুল হাতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের।
সকালে নারায়ণগঞ্জ কর – অঞ্চল, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শারদাঞ্জলি ফোরাম, আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন, রোটারী ক্লাব অব রাজধানী সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলা এডাব, জেলা মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ অগ্রণী ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ ক্যাব, চেইঞ্জেস এন্ড ইংলিশ স্কুল, জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, তারবো পৌর বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ আরো অসংখ্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।