ইয়াবাসহ বিএনপি নেতা আটক

ইয়াবাসহ বিএনপি নেতা আটক

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকার ডেমরায় ৪০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় তাকে পশ্চিম সানারপাড় এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আলমগীর সিদ্ধিরগঞ্জের তিন নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঐ এলাকার মৃত নেওয়াজ আলীর ছেলে।

জানা গেছে, সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম ও সদস্য সচিব ইকবাল হোসেন কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ডের ৩১ সদস্য কমিটির অনুমোদন দেন। ঐ কমিটির ১৩ নম্বর সদস্য তিনি।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন আলমগীর। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম সানারপাড় এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ডেমরা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ইয়াবাসহ বিএনপি নেতা আলমগীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com