খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে : আনোয়ার হোসেন
প্রেসবাংলা ২৪. কম: মরহুম হাজী জয়নাল আবেদীন সরকার স্মৃতি স্মরনে ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আলীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিকেএমইএ’র সাবেক পরিচালক আলহাজ্ব সৈয়দ হোসেন সরকারের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীরের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন, আলীরটেক মাদরাসার মুহতামিম আলহাজ্ব আতাউল হক সরকার, সমাজ সেবক জয়নাল আবেদীন সরকার, যুবলীগ নেতা এসবি শাহীন, ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, আলীরটেকের সমাজ সেবক শাহীন সরকার সহ আলীরটেকের গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
ব্যাটমিন্টন ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানাস আপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।