রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সফর: অনুষ্ঠানস্থলে মানুষের ঢল

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধামন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রকল্প এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে এখন সাজ সাজ রব। প্রতিটি মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। একের পর এক মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। একইসঙ্গে সাধারণ মানুষের ঢল নেমেছে অনুষ্ঠানস্থলে। বৃহস্পতিবার পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে রূপগঞ্জের পূর্বাচলে সেক্টর-৪ এ বিশাল মঞ্চ বানানো হয়েছে। মঞ্চের চারদিকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন কেন্দ্র করে রূপগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, প্রশাসনের পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি নেয়া হয়েছে। এসএসএফের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে রূপগঞ্জের পুরো এলাকা।