নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের বড় জয়

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল ১৬টি পদে বিশাল জয় পেয়েছে। আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী প্যানেলের অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোহসীন মিয়া।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা ১৭ পদের মধ্যে ১৬টিতেই বিজয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত বিএনপি প্যানেলের একজন প্রার্থী সদস্য পদে জয় পেয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেলিম ওসমান ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১৫১ জন ভোটারের মধ্যে ১০৮২ জন ভোট দিয়েছেন।

সভাপতি পদে ৭৮৭ ভোট পেয়েছেন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে ৭৩৫ ভোট পেয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া।

এ ছাড়া জয় পেয়েছেন– সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আমিন রনী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন দাস, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক দেলোয়ার হোসেন সুজন প্রধান।

সদস্য পদে আলী আকবর, নারায়ণ চন্দ্র সাহা, নূরী নাজমুল আলম, হালিমা আক্তার এবং বিএনপি প্যানেল থেকে আদনান মোল্লা বিজয়ী হয়েছেন।

নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে। ১১৫১ জন ভোটারের মধ্যে ১০৮২ জন ভোট দিয়েছেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ প্যানেল ১৬ পদে এবং বিএনপি প্যানেল একটি সদস্য পদে জয় পেয়েছে। প্রতিদ্বন্দ্বী সবাই এই ফল মেনে নিয়েছেন।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com