শামীম ওসমানে শুভেচ্ছা জানালেন বন্দর স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি-সেক্রেটারী

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে সভাপতি মোঃ ফয়সাল কবির ও সাধারণ সম্পাদক আব্দুল আলী নির্বাচিত হওয়ায় এমপি শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দলীয় শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন কর্মকান্ড চলমান রাখার নির্দেশ দেন শামীম ওসমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com