জেলা আইনজীবী সমিতি নির্বাচন পরিদর্শন করলেন অয়ন ওসমান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচন পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র ইমতিনান অয়ন ওসমান।

সোমবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় আদালত পাড়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এড. মোঃ হাসান ফেরদৌস জুয়েল-এড. মোহাম্মদ মোহসীন মিয়া প্যানেল এর পক্ষে এ পরিদর্শন করেন।

এসময় পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শাহ সোহাগ রনি ও ছাত্রলীগ নেতা মোঃ সুমন সহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, সোনারগাঁ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এ নির্বাচন পরিদর্শন করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com