নাসিম ওসমান স্মৃতি সংসদের উদ্যাগে শীতবস্ত্র বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি সংসদের উদ্যাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) রাতে হাজীগঞ্জ পানিরকল যুব সমাজের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আজমেরী ওসমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, আমরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের অনেক কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য শীতার্ত মানুষের পাশে থেকে আমরা কিছুটা হলেও শীত নিবারণের চেষ্টা করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব। এসময় তিনি ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠীর পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় পৃথক পৃথকভাবে ৩টি স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

যুবলীগ নেতা মোঃ আমির হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা মোঃ শামীম হায়দার, মোঃ নাসির, মোঃ আবু বক্কর, মোঃ রবিন, শাওন, রাসেল, রনি, লিটন, রহমান, তোফাজ্জল, সুমন, হৃদয় ও জিন্দান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com