ঘন কুয়াশায় বাস উল্টে খাদে, আহত ২৫

প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘন কুয়াশায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় গুরুতর কেউ আহত হননি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘন কুয়াশায় চট্টগ্রামগামী লেন দিয়ে গার্মেন্টস শ্রমিক নিয়ে আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল বাসটি। হটাৎ করে মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ শ্রমিক আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দীন বলেন, খবর পেয়েই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক-হেলপার। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম।