১৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

১৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আলোচিত সালেহা বেগম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
সোমবার বিকেলে র‌্যাব ১১ কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ঢাকা জেলার ডেমরা থানাধীন ডগাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ সিদ্ধিরগঞ্জ মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকার নবী হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনার দিন ফিরোজ তার সঙ্গীদের নিয়ে সালেহা বেগমের গৃহে প্রবেশ করে তাকে ও তার সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা সালেহা বেগম ও তার সন্তানদের চিটাগাংরোড শুভেচ্ছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালেহাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার সন্তানদের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফিরোজ উক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে নিহত সালেহা বেগমের স্বামী মো. বাদশা মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com