বুড়িগঙ্গা থেকে মেয়ে শিশুর লাশ উদ্ধার

ট্যাংকলরির চাকা বিস্ফোরণে নিহত ১ আহত ১

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে জসিম উদ্দিন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় জসিমের স্ত্রী জুবাইদা আক্তারও গুরুতর আহত হন।
রোববার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্রল পাম্পের সামনে দিয়ে স্বামী-স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি তৈলবাহী ট্যাংকলরির চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জসিম ও তার স্ত্রী জুবাইদা আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে জসিম মারা যান। বর্তমানে তার স্ত্রী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, রোববার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com