ফতুল্লার বাঁশমুলির ত্রাস আফজাল গ্রেপ্তার

ফতুল্লার বাঁশমুলির ত্রাস আফজাল গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার দেওভোগ বাশমুলির এলাকায় জনমনে ত্রাস সৃষ্টিকারী অর্ধ ডজন মামলার আসামি আফজালকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতের নিকট থেকে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সোমবার (২৬ ডিসেম্বর)  রাতে তাকে দেওভোগ নুর মসজিদ  কাঠবাগানের সামনে  থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ীর এবাদুলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত আটটার দিকে দেওভোগ নুর মসজিদ সংলগ্ন কাঠ বাগানের সামনে রাস্তায় অভিযান চালিয়ে দূর্র্ধষ সন্ত্রাসী আফজাল কে গ্রেপ্তার করে।

এসময় পুলিশ গ্রেফতারকৃতের নিকট থেকে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ ডজন মামলা ও বহু সংখ্যক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, গ্রেফতারকৃত আফজাল একজন দূধর্ষ সন্ত্রাসী। তাকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে মোটর সাইকেল ছিনিয়ে নেয় আফজাল সহ তার সহযোগিরা।

যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো।  সেই ঘটনার এজাহারনামীয় আসামী ছিলো আফজাল। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com