মহানগর বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
প্রেমবাংলা ২৪. কম: পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা আদায় করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন।
রোববার (২৫ ডিসেম্বর) বাদ আছর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহরের মিশনপাড়া মোড়ে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের অংশ হিসেবে গত ২৪ ডিসেম্বর দেশব্যাপি গণমিছিল পালন করেছে বিএনপি। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধাঁ দিয়ে নিরিহ নেত্কার্মীদের উপর নির্বিচারে হামলা চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিন। আহত হয়েছে অসংখ্য নেতাকর্মী। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হওয়া আমাদের সহযোদ্ধা ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি, সেইসাথে আমরা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, হামলা মামলা দিয়ে জনগনের আন্দোলনকে থামিয়ে রাখা যাবেনা। সরকারের পতন আসন্ন।
জানাজা শেষে নিহত আব্দুর রশিদ, শাওনসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ মামুন। জানাজায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
জানাযায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন, সদস্য এড. রফিক আহমেদ, মাসুদ রানা, শাহিন আহমেদ, মাহমুদ হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহিউদ্দিন শিশির, হারুন উর রশিদ লিটন, জাহিদ খন্দকার, যুবদল নেতা শহিদুল ইসলাম, শাহাদুল্লাহ মুকুল, রাফি উদ্দিন রিয়াদ সাইফুল ইসলাম আপন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগর প্রমুখ।
প্রসঙ্গত, পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন (৫০) নিহত হয়েছিলেন। তিনি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।