ভারত প্রটোকল লাইটারেজ শাখা ও বাল্কহেড পরিচালনা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রেসবাংলা ২৪. কম: মহান বিজয় দিবসে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর স্টীল বাল্কহেড শাখা কমিটি-ভারত প্রটোকল এবং লাইটারেজ শাখা কমিটি ঘোষণা উপলক্ষে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ই ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ৫নং খেয়াঘাট এলাকায় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর উদ্যাগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।

এসময় সভায় ভারত প্রটোকল ও লাইটারেজ শাখার পরিচালনা কমিটিতে মোঃ জাহাঙ্গীর আলম দয়াল’কে সভাপতি ও মোঃ কবির হোসেন’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও বাল্কহেড শাখার পরিচালনা কমিটিতে মোঃ তৈয়ব আলী’কে সভাপতি ও মোঃ মহিদুল ইসলাম’কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এছাড়াও এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, সদর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী মঈন মাহামুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com