মুকুলের নেতৃত্বে মহানগর বিএনপির র‌্যালী

প্রেসবাংলা ২৪. কম: মহান বিজয় দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।

১৬ ই ডিসেম্বর সকালে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা প্রথমে শহরের বঙ্গবন্ধু সড়কের কালীরবাজার মোড় থেকে একটি বিজয় র‌্যালী বের করে। এরপর র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে, চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এড. জাকিক হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপি নেতা ভাসানী, মোস্তাকুর রহমান মোস্তাক, মোহাম্মদ শাফী, শফিউদ্দিন সোহেল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূর উদ্দিন, জান্নাতুল রাজীবসহ অন্যান্য বিএনপি নেতাকর্মীরা

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com