চাষাড়ায় সুগন্ধা বেকারীর সামনে বৈদ্যুতিক খুটিতে আগুন
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সুগন্ধা বেকারীর সামনে বৈদ্যুতিক খুটিতে সর্ট সার্কিট ফায়ার হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় এই অগ্নিকান্ড ঘটে।
এ সময়, ঘটনা স্থলে দোকানদারদের সহায়তায় ও সুগন্ধার ফায়ার অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিবারন করা হয়।
খবর পেয়ে, নারায়ণগঞ্জ মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস ও সদর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। আমরা প্রায়ই এমন দৃশ্য দেখতে পাই। এখানে বৈদ্যুতিক ডবল লাইন ও জেনারেটর সংযোগ থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে। এই সর্ট সার্কিটের ফলে ইন্টারনেটসহ ডিশ ক্যাবলের লাইন ও তারের ক্ষতি হয়।