মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে না:গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া
প্রেসবাংলা ২৪. কম: মুক্তিযোদ্ধা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) বাদ আসর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আয়োজন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, সদর সাংগঠনিক কমান্ডার নুর হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার-২ মোহাম্মদ আলী ও সোনারগাঁও উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ ওসমান সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।