মানুষ নয়, অবিকল এক নেকড়ে মানব!

মানুষ নয়, অবিকল এক নেকড়ে মানব!

ডেস্ক রিপোর্ট, প্রেসবাংলা২৪.কম: অনেক সময়ই কারও মধ্যে হিংসাত্মক মনোভাব দেখলে আমরা রাগের মাথায় পশুর সঙ্গে তুলনা করে থাকি। কিন্তু কোনও মানুষের চেহারা যদি বাস্তবেই ‘নেকড়ে’ বা বানরের মতো হয়, তাহলে তা কিন্তু সত্যিই দুর্ভাগ্যের।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তেমনই এক কিশোরের সন্ধান দিয়েছে এনডিটিভি।

ভারতের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ললিত পতিদার নামে ১৭ বছরের ওই কিশোরের বাস ভারতের মধ্যপ্রদেশের নন্দলেতা গ্রামে। দেখতে যেন মানুষ নয়, অবিকল এক নেকড়ে! ‘ওয়্যার উলফ’ (Werewolf) বা ‘হাইপারট্রাইকোসিস’ (Hypertrichosis) নামের এক বিরল রোগে ভুগছে সে।

মাত্র ৬ বছর বয়সে এই রোগে আক্রান্ত হয় ললিত। ইতোমধ্যেই কিশোরের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, তার সমস্ত মুখমণ্ডল ও হাত সম্পূর্ণভাবে বাদামী-স্বর্ণালী লোমে ঢাকা। ঠিক যেন নেকড়ে মানব।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এমন চেহারার কারণে কিশোর ললিতকে তার সহপাঠীদের বেশ উত্যক্ত করে এবং তাদের কামড়ে দিতে পারে ধারণা করে তাকে ভয়ও পায়। এমনকি ললিতকে তারা “বানর মানুষ” বলেও তিরস্কার করে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, কিশোরটি তার শরীরে পশুর লোমের মতো দেখতে বেড়ে ওঠা এই অতিরিক্ত লোমগুলো কামিয়ে রাখে। সে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত এবং বাবাকে তার কৃষিকাজে সাহায্যই করে।

ললিতের কথায়, “আমি একটি সাধারণ পরিবার থেকে এসেছি, আমার বাবা একজন কৃষক এবং আমি বর্তমানে উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। একইসঙ্গে আমি আমার বাবাকে তার কৃষিকাজে সাহায্য করি। “

“আমার জন্মের পর থেকেই শরীরে এই চুল ছিল, আমার বাবা-মা বলেন যে, ডাক্তার আমাকে জন্মের সময় শেভ করে দিয়েছিলেন কিন্তু আমি প্রায় ছয় বা সাত বছর বয়স পর্যন্ত এ সম্পর্কে আলাদা কিছু লক্ষ্য করিনি। তখনই আমি প্রথম লক্ষ্য করি যে, লোমগুলো আমার সারা শরীরে বেড়ে উঠছে, কিন্তু আমি এটা সিম্পর্কে কিছুই জানতাম না,” যোগ করেন ললিত।

ললিত বলছিলেন, এই অবস্থার কোনও প্রতিকার নেই এবং তিনি “এটা সঙ্গী করেই বাঁচতে শিখেছেন”। তিনি আরও বলেন, ছোটবেলায় শিশুরা তাকে পাথর নিক্ষেপ করত এবং তারা দাবি করত যে, সে নাকি এক ধরনের কাল্পনিক প্রাণী!

কি ধরণের রোগ এই “ওয়্যার উলফ” বা হাইপারট্রাইকোসিস?

চিকিৎসকদের মতে, এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের কোনও একটি নির্দিষ্ট স্থান থেকে অত্যধিক অস্বাভাবিক পরিমাণে লোমের বৃদ্ধি ঘটতে থাকে। এর ফলে আক্রান্তের শরীর জন্তুদের মত লোমশ হয়ে যায়।

মার্কিন সরকারের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অনুসারে, হাইপারট্রিকোসিসকে পুরুষ বা মহিলাদের শরীরের যে কোনও জায়গায় অতিরিক্ত চুলের বৃদ্ধি হিসাবে সংজ্ঞায়িত করা হয়।

এটি একটি অত্যন্ত বিরল অবস্থা, যা রোগীদের পরবর্তী জীবনে বিকাশ লাভ করে। চুলের চরম বৃদ্ধির ফলে বিব্রত হতে পারে, যার ফলে মানসিক বোঝা হতে পারে।

এদিকে, ছোট থেকে ললিতের নানাবিধ শারীরিক সমস্যা থাকলেও, এই অস্বাভাবিক লোম বৃদ্ধির লক্ষণ তখনও প্রকাশ পায়নি। কিন্তু ক্রমে শৈশব উত্তীর্ণ হয়ে, যৌবনে পা রাখবার সময়েই তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। অত্যধিক পরিমাণে লোম বৃদ্ধির জন্য তার শরীর ঢেকে যেতে থাকে, চেহারা হতে থাকে বিকৃত।

বলা যায়, দিন দিন নেকড়ের শরীরের মত হয়ে ওঠে তার শরীর। শারীরিক যন্ত্রণার সঙ্গে তাকে লড়তে হয়, এমনকি মানসিক যন্ত্রণার বিরুদ্ধেও। কারণ তার এই ‘পাশবিক’ রূপ, পরিচিত মহলে অসন্তোষের বীজ বপন করে। তাই বন্ধুদের থেকে শারীরিক নিপীড়নও সহ্য করতে হয়েছে তাকে।

চিকিৎসকদের মতে, হাইপারট্রাইকোসিস বেশিরভাগ ক্ষেত্রে জন্মগত কারণেই হয়। বংশগত কারণে হওয়ার প্রমাণও যে কম পাওয়া গেছে, তাও নয়। এটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা, হাইপারট্রাইকোসিস ল্যানুগিনোসা (Hypertrichosis Lanuginosa), কনজেনিটাল হাইপারট্রাইকোসিস টার্মিনালিস (Congenital Hypertrichosis Terminalis) এবং নেভয়েড হাইপারট্রাইকোসিস (Nevoid Hypertrichosis)।

এছাড়াও হিরসুটিজম (Hirsutism) নামেরও এক শারীরিক সমস্যা মহিলাদের দেহে লক্ষিত হয়, যা অত্যধিক লোম বৃদ্ধির কারণ। সাধারণত স্টেরয়েডের মত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অপুষ্টি, হরমোনের তারতম্যসহ বিভিন্ন কারণেই এই রোগগুলোর শিকার মানুষ হয়ে থাকেন।

আর এই অবস্থাটি এখন পর্যন্ত ৫০ জনের মধ্যে পাওয়া গেছে বলে বিশ্বাস করা হয়।

সেইভাবে এই রোগের কোনও যথাযথ কারণ বা প্রতিকার কিছু সম্পর্কেই বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এই রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বিভিন্ন মাধ্যমেই চলতে পারে। যেমন- নিয়মিত লোম ছেঁটে দেওয়া, বৃদ্ধির আগেই নির্মূল করা, অথবা ‘ওয়্যাকসিং’ বা ‘প্লাকিং’ এর সাহায্য নেওয়া। কিন্তু মাত্রাতিরিক্ত লোম বৃদ্ধি হোক অবশ্যই ভালো চিকিৎসক দ্বারা পরামর্শ নিয়ে, তার কথা মত চলতে হবে।

৩১৬ thoughts on “মানুষ নয়, অবিকল এক নেকড়ে মানব!

  1. To announce present news, follow these tips:

    Look representing credible sources: https://yanabalitour.com/wp-content/pgs/?what-happened-to-anna-on-fox-news.html. It’s material to safeguard that the report origin you are reading is worthy and unbiased. Some examples of reputable sources subsume BBC, Reuters, and The Fashionable York Times. Read multiple sources to get back at a well-rounded aspect of a isolated news event. This can improve you carp a more complete display and dodge bias. Be aware of the perspective the article is coming from, as set good telecast sources can be dressed bias. Fact-check the low-down with another source if a expos‚ article seems too unequalled or unbelievable. Always make unshakeable you are reading a advised article, as tidings can substitute quickly.

    By following these tips, you can befit a more aware of dispatch reader and more wisely understand the world around you.

  2. To announce present news, follow these tips:

    Look fitted credible sources: https://projectev.co.uk/wp-content/pages/index.php?who-owns-hygo-news.html. It’s material to safeguard that the expos‚ source you are reading is worthy and unbiased. Some examples of reliable sources include BBC, Reuters, and The Different York Times. Announce multiple sources to get back at a well-rounded understanding of a particular statement event. This can help you carp a more ended picture and escape bias. Be in the know of the angle the article is coming from, as constant respectable hearsay sources can contain bias. Fact-check the dirt with another commencement if a expos‚ article seems too sensational or unbelievable. Many times be sure you are reading a current article, as expos‚ can substitute quickly.

    By following these tips, you can evolve into a more aware of scandal reader and best understand the beget around you.

  3. Europe is a continent with a on easy street recital and multiform culture. Effervescence in Europe varies greatly depending on the country and region, but there are some commonalities that can be observed.
    Unified of the defining features of memoirs in Europe is the husky emphasis on work-life balance. Diverse European countries suffer with laws mandating a certain amount of vacation speedily for workers, and some suffer with yet experimented with shorter workweeks. This allows for more circumstance emptied with kinsfolk and pursuing hobbies and interests.
    https://educationkeeda.info/articles/anna-berezina-volunteer-in-prague.html
    Europe is also known object of its flush cultural heritage, with assorted cities boasting centuries-old architecture, art, and literature. Museums, galleries, and documented sites are plenteous, and visitors can absorb themselves in the history and background of the continent.
    In addendum to cultural attractions, Europe is effectively to a wide multiplicity of authentic beauty. From the impressive fjords of Norway to the cheery beaches of the Mediterranean, there is no dearth of superb landscapes to explore.
    Of route, life in Europe is not without its challenges. Multifarious countries are grappling with issues such as takings inequality, immigration, and public instability. However, the people of Europe are resilient and obtain a long account of overcoming adversity.
    Total, enthusiasm in Europe is flush and diversified, with something to proposal since everyone. Whether you’re interested in history, culture, temperament, or only enjoying a good work-life balance, Europe is a first-rate place to dub home.

  4. Altogether! Finding expos‚ portals in the UK can be awesome, but there are scads resources available to boost you mark the best the same for the sake of you. As I mentioned before, conducting an online search an eye to http://tfcscotland.org.uk/wp-content/pages/what-is-gnd-news-all-you-need-to-know.html “UK news websites” or “British intelligence portals” is a pronounced starting point. Not but purposefulness this hand out you a comprehensive list of news websites, but it will also provide you with a punter brainpower of the in the air story landscape in the UK.
    Aeons ago you secure a itemize of future rumour portals, it’s powerful to estimate each anyone to determine which richest suits your preferences. As an example, BBC Dispatch is known in place of its intention reporting of news stories, while The Keeper is known pro its in-depth opinion of bureaucratic and group issues. The Independent is known championing its investigative journalism, while The Times is known by reason of its business and funds coverage. By arrangement these differences, you can choose the information portal that caters to your interests and provides you with the news you call for to read.
    Additionally, it’s quality looking at neighbourhood news portals representing proper to regions within the UK. These portals yield coverage of events and good copy stories that are applicable to the область, which can be especially helpful if you’re looking to keep up with events in your town community. In behalf of event, local dope portals in London number the Evening Pier and the Londonist, while Manchester Evening Hearsay and Liverpool Reflection are popular in the North West.
    Inclusive, there are tons statement portals readily obtainable in the UK, and it’s high-ranking to do your research to see the one that suits your needs. By evaluating the contrasting news portals based on their coverage, dash, and essay perspective, you can select the song that provides you with the most apposite and interesting news stories. Meet destiny with your search, and I anticipation this data helps you reveal the just right dope portal suitable you!

  5. Altogether! Declaration info portals in the UK can be awesome, but there are many resources accessible to boost you think the unexcelled the same for you. As I mentioned in advance, conducting an online search an eye to https://ccyd.co.uk/news/lawrence-jones-fox-news-contributor-height-how.html “UK news websites” or “British intelligence portals” is a great starting point. Not only determination this chuck b surrender you a thorough tip of hearsay websites, but it intention also afford you with a heartier understanding of the in the air hearsay view in the UK.
    In the good old days you have a liber veritatis of future rumour portals, it’s powerful to gauge each sole to influence which richest suits your preferences. As an benchmark, BBC Dispatch is known for its disinterested reporting of intelligence stories, while The Trustee is known quest of its in-depth analysis of bureaucratic and social issues. The Self-governing is known for its investigative journalism, while The Times is known in the interest of its vocation and wealth coverage. By way of entente these differences, you can choose the information portal that caters to your interests and provides you with the newsflash you call for to read.
    Additionally, it’s worth all things close by despatch portals for explicit regions within the UK. These portals provide coverage of events and news stories that are applicable to the area, which can be especially utilitarian if you’re looking to safeguard up with events in your town community. In place of occurrence, municipal dope portals in London include the Evening Standard and the Londonist, while Manchester Evening Scuttlebutt and Liverpool Reflection are in demand in the North West.
    Inclusive, there are diverse bulletin portals readily obtainable in the UK, and it’s significant to do your digging to find the united that suits your needs. Sooner than evaluating the unalike news programme portals based on their coverage, luxury, and position statement standpoint, you can decide the song that provides you with the most apposite and attractive despatch stories. Decorous luck with your search, and I anticipate this bumf helps you discover the practised news portal inasmuch as you!

  6. What i do not realize is if truth be told how you’re now not really a lot more smartly-liked than you may be right now. You are so intelligent. You recognize therefore significantly on the subject of this topic, produced me personally consider it from so many numerous angles. Its like men and women don’t seem to be fascinated unless it’s something to accomplish with Lady gaga! Your own stuffs nice. All the time deal with it up!

  7. I’ve been exploring for a little bit for any high-quality articles or blog posts in this kind of space . Exploring in Yahoo I finally stumbled upon this site. Reading this info So i’m glad to express that I have a very good uncanny feeling I found out exactly what I needed. I such a lot definitely will make certain to don?t put out of your mind this web site and give it a look on a constant basis.

  8. Fantastic goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too fantastic. I really like what you’ve acquired here, really like what you’re stating and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it sensible. I cant wait to read far more from you. This is actually a wonderful website.

  9. Нужна стяжка пола в Москве, но вы не знаете, как выбрать подрядчика? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по устройству стяжки пола любой площади и сложности, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  10. Ищете надежного подрядчика для механизированной штукатурки стен в Москве? Обратитесь к нам на сайт mehanizirovannaya-shtukaturka-moscow.ru! Мы предлагаем услуги по оштукатуриванию стен механизированным способом любой сложности и площади, а также гарантируем высокое качество работ.

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com