সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আটক ১০

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আটক ১০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন পরোয়ানাভুক্ত ও দায়ের করা মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মোঃ আফজাল, সুমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে মোঃ সাগর, একই এলাকার হায়দার আলীর স্ত্রী নূর জাহান বেগম, গোদনাইল ধনকুন্ডা এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), আদর্শনগর এলাকার ইকবাল হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন( ১৯), মিজমিজি বাতানপাড়া এলাকার জলিল হাওলাদারের মোঃ হোসাইন (১৯), গোদনাইল আরামবাগ এলাকার মকবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (২৯), টেকনাফ থানার ইউসুফ জালালের ছেলে করিম উল্লাহ ২৫), টেকনাফ থানার গোলাম কাদেরের ছেলে শরীফুল কাদের (২৬) লক্ষ্মীপুর জেলার নূর মোহাম্মদের ছেলে মোঃ শাহেদ (২০)।

গত মঙ্গলবার (১ নভেম্বর) দিবারাত্রি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোঃ মশিউর রহমান জানান, গতকাল রাতে আসামিদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com