ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে বিষাক্ত চিংড়ি ও জাটকা জব্দ

ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে বিষাক্ত চিংড়ি ও জাটকা জব্দ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: কোস্ট গার্ড পাগলা নারায়ণগঞ্জ কর্তৃক পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি টাকার ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি ও ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান গণমাধ্যমকর্মীদেরকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে বুধবার রাত ১টার দিকে ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রাম গামী ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৮ লক্ষ ৪০ হাজার টাকা।

তবে এ সময় জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

এদিকে ভোর ৫টার দিকে অপর একটি অভিযানে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকা গামী ২ টি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ১৬০০ কেজি (৪০ মন) জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মো. বাবু রণরঞ্জন দাস এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com