আমলাপাড়ায় রাজউকের অভিযান দুই লাখ টাকা জরিমানা

আমলাপাড়ায় রাজউকের অভিযান দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তিনটি বহুতল ভবনের কিছু অংশ ভেঙ্গেছে নারায়ণগঞ্জ রাজউক। এসময় দুটি ভবনকে দুই লাখ টাকা জরিমানা করে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোনাল পরিচালক মুহাম্মদ ইয়াহ্ ইয়া খান। এসময় আরও উপস্থিত ছিলেন রাজউকের অথোরাইজড অফিসার শুভঙ্কর সুষ্ময় রায়, ইমারত পরিদর্শক সোহেল রানা প্রমুখ।

অভিযানের বিষয়ে পরিদর্শক সোহেল রানা বলেন, শহরের আমলাপাড়া এলাকায় নকশা বহির্ভূতভাবে শাহনাজ ভিলা ও বিআর টাওয়ার নির্মাণ করা হয়। নকশার বাইরে থাকা অংশ এক্সাভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। ভবন দুটির মালিক আকবর হোসেন রনি ও রাজিয়া বেগমকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় আরেকটি নির্মাণাধীন ভবনের অতিরিক্ত অংশ ভেঙ্গে দিয়েছি আমরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন বলেন, আজকে রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জরিমানা ও অতিরিক্ত অংশ ভাঙ্গা হয়েছে। এই তিনটি ভবন রাজউক থেকে অনুমতি নিয়ে এসে নকশার বাইরে অতিরিক্ত অংশ নির্মাণ করছিল। সেগুলো আমরা ভেঙ্গে দিয়েছি। ভবন নির্মাণে কোন প্রকার অনিয়ম পেলে সেসব উচ্ছেদ করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com