নাসিম ওসমান সেতুর উদ্বোধন অনুষ্ঠানে জাকির চেয়ারম্যানের যোগদান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান (তৃতীয় শীতলক্ষ্যা) সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।

সোমবার (১০ অক্টোবর) সকালে ইউনিয়নের ডিক্রিরচর ঘাট থেকে প্রায় ১০ টি ট্রলার যোগে নেতাকর্মীদের নিয়ে সেতুর বন্দর প্রান্তে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন তিনি।

সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সেতুটির টোল প্লাজা প্রান্তে ভিডিও কনফারেন্সের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য নজরুল ইসলাম, সংসদ সদস্য লিয়াকত হোসেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন, অন্যান্য সকল ইউনিয়নের চেয়ারম্যান , মেম্বার, নেতাকর্মী সহ সাধারন জনগণ।

এদিকে সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সেতু ও আশপাশের এলাকায় বিভিন্ন রঙের পতাকা লাগানো হয়েছে। বিভিন্ন ব্যানার–ফেস্টুন লাগানো হয়েছে। বিভিন্ন স্থান থেকে উদ্বোধনী মঞ্চের স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন সাহেব ১০টি নৌকায় প্রায় দুই হাজার নেতা-কর্মী ও এলাকার লোকজন নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলীরটেক ইউনিয়ন পরিষদের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলীনুর মোল্লা, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ইউনিয়নের মেম্বার ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, সংরক্ষিত মেম্বার আকলিমা, কোহিনুর বেগম, ও রোমানা বেগম, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব সহ আওয়ামী লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত এই নারায়ণগঞ্জের উন্নয়নের আরেক ধাপ এগিয়ে গেলো সেতুর মাধ্যমে। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের বহুদিনের স্বপ্ন ছিলো এই তৃতীয় সেতুটি। আজ প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে নাসিম ওসমানের স্বপ্নটি বাস্তবায়ন হয়েছে। এতে আমরা সদর ও বন্দর বাসী আনন্দিত। আজ নাসিম ওসমান বেচে থাকলে তিনিও খুবই আনন্দিত হতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ, সেই সাথে ওসমান পরিবারের সংসদ সদস্য সেলিম ওসমান ও শামিম ওসমানের প্রতিও অফুরন্ত ভালোবাসা রইলো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com