বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শরীরে আগুন দিলেন যুবক

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শরীরে আগুন দিলেন যুবক

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সোনারগাঁয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন শান্ত (২৫) নামের এক যুবক।

রোববার (৯ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় নিজের শরীরে অকটেন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শান্ত।

শান্তর বাবা আলি মিয়া বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এটা দেখে সে অভিমান করে বাইকের জন্য আনা অকটেন নিজের শরীরে ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় তার মা তাকে বাঁচাতে গিয়ে অল্প দ্বগ্ধ হন। গুরুতর দগ্ধ অবস্থায় শান্ত ও তার মাকে উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’

তিনি আরও বলেন, আগুনে শান্তর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এরআগেও তার ছেলে একবার রান্নাঘরে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com