বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় বন্দর বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ এর সামনে থেকে ইয়াবাসহ এদেরকে গ্রেফতার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করে। যার মামলা নং- ৬(১০)২২।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো বন্দর জামাইপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে আল- আমিন (৩০) ও বন্দর কুমারপাড়া এলাকার হৃদয় চন্দ্র বর্মন (২৭)। গ্রেফতারকৃত দুই ইয়াবা ব্যবসায়ীকে বুধবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী এসআই নাহিদ মাছুম জানান, বন্দর বাজার এলাকায় ফেরি করে ইয়াবা বিক্রি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান করি। পরে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ী দেহতল্লাশী করে ৩০ পিছ ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করি।