না’গঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

না’গঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৬৫ বছর।

বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যাওয়ার পথে শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি চাষাড়া স্টেশনে থামার আগেই বৃদ্ধ লাইনে নেমে কিছু একটা খোঁজ করছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি নিচে পড়ে যান। কেউ তেউ জানান, রেললাইনে নাকি তার টাকা পড়ে গিয়েছিল। আর সেই টাকার জন্যই তিনি লাইনে নেমেছিলেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার সময়ে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা সুজন বলেন, সকাল ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ২১৪ নম্বর ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে। এখন পর্যন্ত নিহত বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com