জাকের পার্টি যুব ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত

জাকের পার্টি যুব ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: জাকের পার্টি যুব ফ্রন্ট ঢাকা বিভাগের উদ্যোগে আগামী ৯ অক্টোবর ২০২২ মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৩‌ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর রবিবার বাদ মাগরিব জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কর্তৃক মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার তারাবো পৌরসভা এলাকার সিপিএচডি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত মিশন সভায় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিপিএসডি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রকল্প পরিচাল ও জাকের পার্টি যুব ফ্রন্ট ঢাকা বিভাগের প্রস্তাবিত সভাপতি এবং জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব মোঃ জামিল মিজি।

সহকারী মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বপন
মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জাকের পার্টি যুব ফ্রন্ট গাজীপুর মহানগরের সভাপতি রাজু আহমেদ মৃধা, মিশন সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক ও জাকের পার্টি যুব ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মিশন সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব নারায়ণগঞ্জ জেলার প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিখন হোসেন, মিশন সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার প্রস্তাবিত অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ শাকিল আহমেদ,
মিশন সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত সহ-সভাপতি ও জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ জামাল শেখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।

অনুষ্ঠান শুরুতে মহা পবিত্র রওজা শরীফ কদমবুচি জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে আগত মিশন প্রধান এবং মিশন সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাকের পার্টি যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও রুপগঞ্জ থানার সভাপতি আল মামুন শেখ।

অনুষ্ঠানে মিশন প্রধান জামিল মিজি মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি খেদমত করার জন্য উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সবাইকে তবারক খাওয়ানো হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com