কাশিপুর ইউনিয়ন আ’লীগের উদ্দ্যেগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

কাশিপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

স্টাফ রিপোটার , প্রেসবাংলা২৪.কম: জাতির জনক বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দেগে মিলাদ ও দোয়া এবং কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে কাশিপুর খিলমার্কেট এলাকাস্থ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়।
কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএ সাত্তার এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল আলম, প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বাস লুৎফর রহমান, মোঃ সেলিম, শিপলু সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান হায়দার উজ্জল, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দর রশিদ, নুরুল আমিন, আমিরুল্লাহ রতন, আতাউর রহমান আতা, নুরুন্নবী, রুপচান, কবির হোসেন, অশোক সরকার, এম লিটন, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিনুরা বেগম, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মুন্না আহম্মেদ, ছাত্র লীগ নেতা কবির সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com