সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাসান (২৫) নামের এক যুবক।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদমজী-চাষাঢ়া সড়কের সুমিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি গ্যাসলাইন উত্তর পাড়া এলাকার বারেকের ছেলে। সে সুমিলপাড়া এলাকার ফাস্টকেয়ার বাইকজোন নামের একটি দোকানের কর্মচারী ছিল। হাসানও ওই দোকানের কর্মচারী।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের খাবার খেতে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন সোহান ও হাসান। এ সময় নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহান ঘটনাস্থলেই মারা যায়। চালক হাসানকে গুরুতর আহত অবস্থায় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com