ভয়াবহ গ্যাস সংকটে নাকাল না’গঞ্জের মানুষ

ভয়াবহ গ্যাস সংকটে নাকাল না’গঞ্জের মানুষ

প্রেসবাংলা২৪.কম: ভয়াবহ গ্যাস সংকটে দিশেহারা হয়ে পড়েছে শিল্প নগরী নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও শিল্প মালিকরা। চলমান তীব্র গ্যাস সংকট গত চারদিনেও স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। গ্যাস সংকট নিরসনে জরুরি ও দ্রুত পদক্ষেপ নিতে ইতিমধ্যে তিতাসের কর্মকর্তাদের বরাবর জরুরি পত্র দিয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

জানা গেছে, শহরের চাষাড়া, দেওভোগ, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, কাশিপুর, গলাচিপা, কলেজ রোড, জামতলা, মাসদাইর, উত্তর চাষাঢ়া, চাঁদমারী, মিশনপাড়া, আমলাপাড়া, নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, বাবুরাইল, ঝালকুড়ি, দাপা-ইদ্রাকপুর, হাজীগঞ্জ, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকাসহ উপজেলার অধিকাংশ এলাকার বাসিন্দারা চরম গ্যাস সংকটে রয়েছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্যাসের সংকট চলছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দেওভোগ এলাকার গৃহিনী রাশেদা বেগম বলেন, সারাদিন গ্যাস থাকেনা। মধ্যরাতে গ্যাস পাওয়া যায় কিছুটা। সারাদিনের রান্না মধ্যরাতে করতে হয়।

গ্যাস সংকট সমাধানের উদ্দেশ্যে উর্ধ্বতন র্কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে গ্যাস সংকট নিরসনের দাবিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ডিও লেটার (আধা সরকারিপত্র) দিয়েছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের সংকট চলছে। দিনে তিন থেকে চার ঘণ্টার বেশি গ্যাস থাকে না। এ কারণে অনেকে রান্না করছেন মাটির চুলায়। শিল্পকারখানাগুলোয় উৎপাদনও ব্যাহত হচ্ছে।

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, আমাদের যে পরিমাণ গ্যাসের চাহিদা, সেই পরিমাণ গ্যাস আমরা পাচ্ছি না। সরবরাহ না থাকায় গ্যাসের এই সংকট।

শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ সালমা আক্তার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একটু গ্যাস আসে। আবার ফজরের আগে চলে যায়। সারা দিন চুলায় গ্যাস থাকে না। তাই সিলিন্ডার কিনে সেটি দিয়ে রান্না করতে হচ্ছে। প্রতি মাসে দুই–তিনটা সিলিন্ডার প্রয়োজন পড়ে। গ্যাস–সংকটের কারণে অনেককে মাটির চুলায় রান্নায় করতে হচ্ছে।

এ বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ গণমাধ্যমে বলেন, ‘আমাদের যে পরিমাণ গ্যাসের চাহিদা, সেই পরিমাণ গ্যাস আমরা পাচ্ছি না। সরবরাহ না থাকায় গ্যাসের এই সংকট। আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে এই সমস্যা সমাধান হতে পারে। স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান গ্যাস–সংকট সমাধানের বিষয়ে একটি ডিও লেটার পাঠিয়েছিলেন। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com