চন্দন শীলকে সাজনুর অভিনন্দন

চন্দন শীলকে সাজনুর অভিনন্দন

প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও ২০০১ সালের ১৬ জুনের বোমা হামলায় পা হারানো বাবু চন্দন শীলকে নৌকার প্রার্থী মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু।

গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় দলের মনোয়ন বোর্ডের ঘোষনায় জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নির্বাচিত করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীলকে।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু এক শুভেচ্ছা বার্তায় জানান, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে বাবু চন্দন শীল যিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। একজন মুজিব আদর্শে প্রকৃত সৈনিক। যিনি ২০০১ সালের ১৬ই জুন আওয়ামীলীগ অফিসে বোমা হামলায় পা হারিয়ে পঙ্গু হয়েও এখনও সামনে থেকে আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অভিনন্দন আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা চন্দন শীলকে। শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টি কর্তার দরবারে। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি জানেন কিভাবে ত্যাগীদের মূল্যায়ন করতে হয়। বিশেষ কৃতজ্ঞতা আমাদের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ভাই কে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা জেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী পেয়েছি। পরিশেষে সকলের জন্য সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করেন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com